স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্ভাব্য প্রার্থী ইমরান আল নাজির ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। নিজ এলাকা চিতলিয়া ইউনিয়ন থেকে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

সেখানে স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি চিতলিয়া বাজার, মজুমদার কান্দি, সমিতির হাট ও ষোলঘর এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে সাক্ষাত করেন এবং তাদের ভোট ও দোয়া চান। এরপর তিনি সুবেদারকান্দী, কাজিকান্দি, বিনোদপুর সরদারকান্দী, রঙের বাজার, তুলাসার ইউনিয়ন, ও শরীয়তপুর সদর এলাকায়ও জনসংযোগ চালান।

গণসংযোগ চলাকালে ইমরান আল নাজির বলেন, আমি গণমানুষের কাছে আমাদের স্বপ্ন নিয়ে এসেছি। মানুষের কাছেই দোয়া চাইছি এবং জানাতে চাই যে, আমরা সাধারণ মানুষের অধিকারের জন্য মাঠে নেমেছি। জনকল্যাণে কাজ করাই আমার অঙ্গীকার।

ইমরান আল নাজির ২৪-এর গণঅভ্যুত্থানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন বলে জানান। পাশাপাশি কোটা আন্দোলন থেকে শুরু করে শরীয়তপুরে নানা অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছেন তিনি।

তরুণ প্রজন্মের নেতৃত্বে বিশ্বাসী এই নতুন মুখটি অল্প সময়েই জেলার মানুষের কাছে পরিচিতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। স্থানীয়দের ধারণা-এনসিপির এই প্রার্থী এবার শরীয়তপুর-১ আসনে ভোটের মাঠে নতুন সমীকরণ তৈরি করতে পারেন।

Facebook
Twitter
LinkedIn
Email