
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। প্রথম ধাপে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণার পর বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে দ্বিতীয় ধাপে আরও ৩৬টি আসনে প্রার্থীর নাম প্রকাশ করে দলটি। দীর্ঘদিনের আলোচনা ও জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত ঢাকা-১৮ আসনেও ধানের শীষের প্রার্থীর নাম ঘোষণা করল বিএনপি।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেন।
প্রথম তালিকায় নাম না থাকায় স্থানীয় ভোটার ও জাহাঙ্গীরের সমর্থকদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। তবে দ্বিতীয় দফায় তার মনোনয়ন ঘোষণার খবর আসতেই এলাকায় উৎসাহ–উদ্দীপনা ছড়িয়ে পড়ে। স্থানীয় নেতাকর্মীরা জানান-দীর্ঘদিনের নিবিড় সাংগঠনিক কাজ, কর্মীদের প্রতি দায়িত্ববোধ ও তৃণমূলের সঙ্গে দৃঢ় সম্পর্কই তাকে এই মনোনয়নের প্রাপ্যতা এনে দিয়েছে।
রাজনীতিতে সক্রিয় থাকার কারণে বিগত সরকারের সময়ে এস এম জাহাঙ্গীরের বিরুদ্ধে তিন শতাধিক রাজনৈতিক মামলা হয়। প্রতিকূল পরিস্থিতিতেও দলের প্রতি আনুগত্য, নেতাকর্মীদের পাশে থাকা এবং নিয়মিত সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে তিনি তৃণমূলের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠেন।
এর আগে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনেও বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। স্থানীয়রা জানান, রাজনৈতিক কর্মসূচির বাইরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, মামলায় জড়িত কর্মীদের আইনি সহায়তা প্রদান, পরিবারগুলোর খোঁজখবর নেওয়া এবং দুর্দিনে সাহস যোগানোর মধ্য দিয়ে তিনি এলাকায় শক্ত ভিত্তি তৈরি করেছেন।
তৃণমূল বিএনপি মনে করে-ঢাকা-১৮ আসনে বিকল্প নেতৃত্ব বলতে এখন এস এম জাহাঙ্গীর হোসেনই সবচেয়ে স্থায়ী ও পরিচিত মুখ। তাদের প্রত্যাশা, চলমান নির্বাচনে তিনি ব্যাপক ভোটে বিজয়ী হবেন।
মনোনয়ন পাওয়ার পর এস এম জাহাঙ্গীর বলেন, দলের বিশ্বাস ও জনগণের সমর্থন নিয়ে আমি ঢাকা ১৮-এর মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত।














