স্টাফ রিপোর্টার: দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বাংলাদেশ সরকারের ASSET প্রকল্পের তত্ত্বাবধায়নে ড্যাফোডিল পলিটেকনিকে একটি তাৎপর্যপূর্ণ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর সোমবার ড্যাফোডিল পলিটেকনিকের অডিটোরিয়ামে আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল “বৈদেশিক মুদ্রা আয়ে কারিগরি শিক্ষার্থীদের ভূমিকা অনস্বীকার্য”।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দুটি দলে বিভক্ত হয়ে প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপন করেন। শিক্ষার্থীদের সাবলীল উপস্থাপন, তথ্যভিত্তিক যুক্তি ও বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা উপস্থিত দর্শক ও বিচারকমণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাভিশনের বার্তা সম্পাদক বেনজির আহমেদ। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন তাহসিনা ইয়াসমিন-ডিরেক্টর, অনার্স প্রোগ্রাম; অ্যাডিশনাল ডিরেক্টর, HRDI; সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং প্রফেসর সায়মা ফিরোজ-বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, সরকারি বাংলা কলেজ।

আয়োজকরা জানান, এই বিতর্ক প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, যুক্তি ও বিশ্লেষণধর্মী চিন্তাশক্তির বিকাশ এবং গঠনমূলক বিতর্কের মাধ্যমে নেতৃত্বের গুণাবলি তৈরি করা।

বিতর্ক প্রতিযোগিতায় একটি দল বিজয়ী হয় এবং সেরা বিতার্কিক হিসেবে একজন শিক্ষার্থী নির্বাচিত হন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে অতিথিরা বলেন, ড্যাফোডিল পলিটেকনিকে এ ধরনের সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।

Facebook
Twitter
LinkedIn
Email