স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু‌তে গভীর শোক জানিয়েছে
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ফ্রান্স ও যুক্তরাজ্যসহ ঢাকার বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পৃথক শোকবার্তায় বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন এ শোক জানায়।

ঢাকায় ইইউ মিশন বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। ইইউ জানিয়েছে, বেগম খালেদা জিয়ার জীবন ও নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিতে একটি বিশেষ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

ঢাকাস্থ ফরাসি দূতাবাস শোকবার্তায় জানিয়েছে, দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া বাংলাদেশের জাতীয় জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এ শোকের সময় তার পরিবার, রাজনৈতিক দল এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের সমবেদনা। তার স্থায়ী প্রভাব স্মরণীয় হয়ে থাকবে।

যুক্তরাজ্য হাইকমিশনও গভীর শোক প্রকাশ করেছে।

তারা বলেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আমরা অত্যন্ত দুঃখিত।
মঙ্গলবার সকাল ৬টায় খালেদা জিয়া মারা গে‌ছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

Facebook
Twitter
LinkedIn
Email