অনলাইন ডেস্ক: আহমেদ জসিমের পরিচালনায় রবিন ও মিহি পরমা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে নাটক “এতিম”। তারেকুল ইসলাম তারেকের রচনায় নির্দেশনা দিয়েছে আহমেদ জসিম। নাটকটিতে অভিনয় করেছে রবিন বসাক ও ফারজানা আহসান মিহি। আরও অভিনয় করেছে রেশমা আহমেদ, ম আ সালাম, তারেকুল ইসলাম প্রমুখ।

দীপ্তটিভি মেগা ধারাবাহিক দিয়ে ভিস্যুয়াল মাধ্যমে অভিনয় শুরু রবিনের বর্তমানে মঞ্চ ও ভিস্যুয়াল মাধ্যমে অভিনয় করছে। এতিমের কাজ শেষ করার পর আরো কিছু নতুন প্রজেক্টে কাজের ব্যপারে কথা হচ্ছে ডিসেম্বরেই শুটিং হবে। সবাইকে নাটকটি দেখতে বলে এবং দর্শকরাই আমাদের প্রাণ তারা ভালবেসে গ্রহণ করলেই শিল্পী কাজে আরো বেশি উদ্যমী হয় বলে মনে করে রবিন।

এ বিষয়ে রবিন বলেন, নাটকের মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন গল্প বলি এই নাটকেও একটি সামাজিক গল্প রয়েছে।

এমটি/ এএটি

Facebook
Twitter
LinkedIn
Email