ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উৎসাহ, উদ্দীপনা আর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সরস্বতী পূজা। বুধবার (১৪ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে দেবী সরস্বতীর প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে পৌরহিত্যে করেন গৌরাঙ্গ সংঘের আচার্য রতন লাল মৈত্র।

অনুষ্ঠানে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কাস্টমসের উপ-পরিচালক সুশান্ত পাল। আরও উপস্থিত ছিলেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার ও সহকারী প্রক্টর ইয়ামিন মাসুম।

অনুষ্ঠানে প্রতিমা স্থাপনের পরে দেবী অর্চনা, পুষ্পাঞ্জলি প্রদান ও ধর্মালোচনা করা হয়। এসময় ধর্মালোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নিখিল রঞ্জন বিশ্বাস এবং ইবির ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ। ধর্মালোচনা শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে মনোজ্ঞ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এমটি/ এআর

Facebook
Twitter
LinkedIn
Email