অনলাইন ডেস্ক: বাংলাদেশ চারকোল ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা শনিবার হোটেল ফারস এন্ড রিসোর্ট ঢাকায় অনুষ্ঠিত হয়।

বিশেষ সাধারণ সভায় এসোসিয়েশনের চলমান পরিস্থিতিতে আগাম নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়। আলোচনার পর সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী আগাম নির্বাচনের সিদ্ধান্ত গৃহিত হয় এবং নির্বাচন বোর্ড ও আপিল বোর্ডের চেয়ারম্যান মনোনয়ন দেওয়া হয়।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী খোকন এবং আপিল বোর্ডের চেয়ারম্যান এ্যাড. আব্দুল হক আব্বাসী। সভার বিসিসিএমইএ এর সদস্যের বাহিরেও এফবিসিসিআই এর সাবেক পরিচালক ও বর্তমান পরিচালনা সহায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী খোকন ও বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ (ঋইঈঈও) এর সদস্য সচিব মোঃ জাকির হোসেন উপস্থিত ছিলেন।

জিয়াউল হক সভায় সঞ্চালনা করেন এবং আবুল কালাম (আজাদ) সভাপতিত্ব করেন।

এমটি/ এএটি

Facebook
Twitter
LinkedIn
Email