অনলাইন ডেস্ক: বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে টানা ৫২ ঘণ্টার অবরোধের পর আশুলিয়ার চন্দ্রা-নবীনগর মহাসড়ক থেকে সরে গেছেন আন্দোলনরত শ্রমিকরা।
বুধবার দুপুর একটার দিকে পুলিশের আশ্বাসে তারা সড়ক থেকে সরে যান। পরে মহাসড়কটিতে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
এর আগে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ওই গুরুত্বপূর্ণ মহাসড়কটি অবরোধ করে রাখেন বার্ডস গ্রুপের শ্রমিকরা।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আবু বক্কর জানান, শ্রমিকদের বুঝিয়ে এবং মালিকপক্ষকে তাদের মুখোমুখি করার আশ্বাসে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
কিছু শ্রমিকদের ভাষ্য, বার্ডস গ্রুপের চারটি কারখানা বার্ডস আর এন আর ফ্যাশন্স লিমিটেড, বার্ডস গার্মেন্টস, বার্ডস ফেডরেক্স ও বার্ডস এ অ্যান্ড জেড লিমিটেড পাওনাদি পরিশোধ না করে বন্ধের ঘোষণা দেয়।
আবার কিছু শ্রমিক বলেন, বেতন সেপ্টেম্বর মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ ও সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণ ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেওয়ার আশ্বাস দেন কর্তৃপক্ষ। তবে বেতন পরিশোধ করলেও অন্য বেনিফিট ও ক্ষতিপূরণ পরিশোধ না করায় শ্রমিকরা সড়ক অবরোধ করেন।
গত ৫০ ঘণ্টারও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ নবীনগর-চন্দ্রা মহাসড়কটিতে যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগের সৃষ্টি হয়। দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ অসংখ্য যানবাহন আটকে পড়ে মহাসড়কটির প্রায় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে। এর প্রভাবে পাশের ঢাকা-আরিচা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়কেও যানজটে ভোগান্তিতে পড়েন মানুষ।
এমটি/ এএটি