স্টাফ রিপোর্টার: কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকার শেরে বাংলা নগরে অটোরিকশাচালক সাহাবুদ্দিনকে ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) ঢাকা মহানগর হাকিম ফারাহ দিবা ছন্দার আদালতে এ মামলার আবেদন করেন নিহতের বাবা আবুল কালাম। আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে শেরে বাংলা নগর থানাকে নির্দেশ দেন।
বাদীর আইনজীবী লিটন মিয়া মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এ মামলার বাকি আসামিরা হলেন- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপির সাবেক ডিবিপ্রধান হারুন-অর রশীদ, অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৫ আগস্ট সন্ধ্যা সোয়া ৭টায় পরিবারের সদস্যদের জন্য খাবার আনতে গিয়ে শেরেবাংলা নগর থানার পশ্চিম আগারগাঁও চৌরাস্তায় ওঠার সময় সাহাবুদ্দিন গুলিবিদ্ধ হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে (এনআইএনএস) নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে যাওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা পঞ্চম মামলা এটি। এ পাঁচ মামলার মধ্যে চারটি হত্যা এবং অন্যটি গুম-অপহরণের অভিযোগে করা হয়েছে।
এমটি/ এএটি