স্টাফ রিপোর্টার: অর্থ পাচার প্রতিরোধ আইন ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সহকারী (এপিএস) মিয়া নূর উদ্দিন অপু ও যুবদলের সাবেক সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর কারামুক্ত হয়েছেন। সোমবার বিকেল সোয়া ৪টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান বিএমপি কেন্দ্রীয় বিভিন্ন নেতা সহ তারা। ২০১৯ সালের ৪ জানুয়ারি রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে গ্রেপ্তারের পর থেকে অপু কারাগারে ছিলেন। মিয়া নূও উদ্দিন অপু তারেক রহমানের পিএস ও শরীয়তপুর-৩ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ছিলেন। এদিকে নাশকতার অভিযোগে ২০১৩ সালের নভেম্বরে রাজধানীর উত্তরা পূর্ব থানায় এস এম জাহাঙ্গীরসহ অন্য আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। তদন্ত শেষে ৭৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। সেই মামলায় গত বছরের ৮ মার্চ তাকে গ্রেফতার করে কারাগারে নেওয়া হয়। প্রায় এক বছর পর কারামুক্ত হলেন যুবদলের সাবেক সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর। তার বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানায়।