স্টাফ রিপোর্টার: শরীয়তপুরের কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবক আলহাজ্ব আজিজুল হক মল্লিক (আজিজ মল্লিক)কে বুধবার তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মনুয়া গ্রামে জানাযা নামাজ শেষে চির নিদ্রায় শায়িত করা হয়।
মনুয়া ঈদগাহ ময়দানে চতুর্থ নামাজে জানাযা শেষে সন্ধ্যা ৫:৪৫ মিনিটে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযা নামাজে অন্যান্যের মধ্যে মরহুমের মেজো ছেলে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার ময়নুল হক মনজু, ভাতিজা শেখ রাসেল ক্রীড়া চক্রের (ক্রিকেট) প্রেসিডেন্ট রাসূলুল হক শাহীন মল্লিক জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হুমায়ুন মোল্লা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি তোফাজ্জল হোসেন মোড়ল, মুক্তিযোদ্ধা কমান্ডার মান্নান রাঢ়ি, ছয়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিটন মোল্লা, ইন্জিনিয়ার শাহাবুদ্দিন খান উপস্থিত ছিলেন।
জানাযা শেষে স্থানীয় নেতৃবৃন্দ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পন করে তার প্রতি শ্রদ্ধা জানান।
এরআগে, ঢাকায় গোলাপবাগ জামে মসজিদে বাদ ফজর তার প্রথম নামাজে জানাযা, সকাল ১০টায় টিকাটুলি জামে মসজিদে দ্বিতীয় জানাযা এবং শরীয়তপুরের বুড়িরহাট জামে মসজিদে তৃতীয় জানাজা নামায় অনুষ্ঠিত হয়।
আজিজ মল্লিক সোমবার আনুমানিক বেলা ১:৩০টার দিকে ঢাকায় আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহচর্যে ঢাকার গোলাপবাগে তার রাজনৈতিক জীবন শুরু হয়। তিনি জাতীয় নেতা মরহুম আবদুর রাজ্জাকের একজন ঘনিষ্ট সহচর ছিলেন। তিনি জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ছিলেন। শরীয়তপুরকে মহকুমা থেকে জেলায় উন্নীত করার ক্ষেত্রে তার বিরাট ভূমিকা ছিল। ঢাকাস্থ শরীয়তপুর জেলা উন্নয়ন সমিতির সাধারন সম্পাদক থাকাকালে জেলার উন্নয়নে তার অনেক অবদান ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শরীয়তপুরের এই কৃতি সন্তানকে জেলার শ্রেষ্ট সন্তান হিসেবে পদক প্রদান করেন।
এমটি