স্টাফ রিপোর্টার: সাবেক পানি সম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিনির্মান করেছেন। এবার লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ার। আর স্মার্ট বাংলাদেশ গড়তে ও নতুন প্রজন্মকে সুশিক্ষিত করতে শিক্ষার জন্য প্রতিবছর বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখছেন তিনি। কারণ, একটি দেশ ও জাতীর উন্নয়নে শিক্ষার বিকল্প নাই। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির চরম শেখড়ে উত্তির্ণ হওয়া সম্ভব নয়। আজকের নতুন প্রজন্মই আগামী দিনের কর্ণদ্বার। তাই বিশ্বমানের শিক্ষায় সুশিক্ষিত হয়ে দেশ সেবায় ভূমিকা রাখতে হবে।
বুধবার (২০ মার্চ) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ঢাবিতে অধ্যায়নরত শরীয়তপুরের শিক্ষার্থীদের সংগঠন কীর্তিনাশার ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাত্রলীগের সাবেক শামীম বলেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া ছাত্রদের অস্ত্র দিয়েছিলেন। তাদের আমলে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন। তাদের আমলে দেশের বিশ্ববিদ্যালয়গুলো অস্ত্রের ঝনঝনানিতে পরিণত হয়েছিল। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ১৯৯৫ সালের ১২ সেপ্টেম্বর শাপলা চত্বরে ছাত্রদের হাতে বই-খাতা–কলম তুলে দিয়ে বলেছিলেন ‘অস্ত্র নয় বই কাগজ-কলমই হচ্ছে ছাত্রদের প্রকৃত হাতিয়ার। আর গত ১৫ বছরে বিশ্ববিদ্যালয়গুলোতে অস্ত্রের ঝনঝনানি নেই। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া শেখ হাসিনার সরকারের অনন্য কৃতিত্ব। তার কারণেই দেশে নতুন নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে।
আওয়ামী লীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করার ফলে আজকের শিক্ষার্থীরা বাংলাদেশের যেকোনো অঞ্চলে বসবাস করে প্রযুক্তিগত জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করতে পারছেন। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে শিক্ষার্থীরা চাকরির পেছনে না ছুটে প্রযুক্তি বিষয়ক উদ্যোক্তা হবে। সে ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, এই প্রজন্মের শিক্ষার্থীরা সৌভাগ্য তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছে৷ তিনি বাংলাদেশকে বিশ্বে অনন্য মর্যাদায় আসীন করেছেন। তিনি নতুন প্রজন্ম নিয়ে ভাবেন। তিনি একটা স্মার্ট বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা তৈরিতে কাজ করে চলেছে। শিক্ষার্থীদের বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের প্রশ্নে কারো সঙ্গে আপোস করা যাবে না।
কীর্তিনাশার সভাপতি সাব্বির হোসাইন খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আখতার হোসেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, কীর্তিনাশার সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ প্রমূখ।
এমটি