স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় পিপলস থিয়েটার এসোসিয়েশনের ব্যবস্থাপনায় বিশ্ব শিশু-কিশোর ও যুব নাট্য দিবস-২০২৪ উদযাপনে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার সকালে একাডেমির জাতীয় নাট্যশালার মিলনায়তনে শিশু-কিশোর ও যুব নাট্য চার্চার সংকট ও সম্ভাবনা শিরোনামে শিশুদের অংশগ্রহণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। বিকাল ৫ টায় একাডেমি প্রাঙ্গণে শিশু কিশোর ও যুবদের অংশগ্রহণে বের হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, সন্ধ্যা ৬ টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে শিশু কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

আলোচনা অনুষ্ঠান শেষে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং পিপলস থিয়েটার এর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে পিপল্স থিয়েটার এসোসিয়েশনের বন্ধু মহল, কল্পরেখা, স্বদেশ নাট্যঙ্গন, বাংলা নাট্যম এর পরিবেশনার পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যদল, অ্যাক্রোবেটিক দল এবং প্রতিশ্রুতিশীল দল পরিবেশন করে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা।

সমবেত সংগীত পরিবেশন করে ‘আমরা সবাই মঞ্চকুড়ি’, কথা ও সুর লিয়াকত আলী লাকী এবং কোরিওগ্রাফী ইয়াসমীন আলী। একাডেমির শিশু নৃত্য দল পরিবেশন করে ‘অবহেলায় আর মৃত্যু আর নয়’ ভাবনা ও পরিকল্পনা/ কথা ও সুর লিয়াকত আলী লাকী, নৃত্য নির্মিতী আরোহী সেন এবং সহযোগী নৃত্য পরিচালনা এস কে জাহিদ। এরপর একক সংগীত পরিবেশন করেন লাবণ্য মালাকার প্রিয়া ‘যদি আমাকে জানতে’এবং পরপর একক সংগীত পরিবেশন করেন সানজিত ইসলাম তূ্য ‘সবুজের বুকে লাল’। তারপর নাটক মঞ্চস্থ করে পিএলটি ‘বাংলার মুখ’।

এরপর আবৃত্তি পাঠ করেন আফরা রেশমী। একক সংগীত পরিবেশন করেন অনন্যা বৈরাগী ‘সেই রেল লাইনের ধারে’ এবং প্রিয়ন্তী মল্লিক একক সংগীত পরিবেশন করেন। এরপর গল্প বলা অংশ নেন তামান্না তিথি। আবারও নাটক মঞ্চস্থ হয় পিএলটি পরিবেশন করে ‘বুলিং’। জাদু পরিদর্শন করেন আরিফ আসগর। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে ‘বীরপুরুষ’ পরিবেশিত হয়, ভাবনা ও পরিকল্পনা লিয়াকত আলী লাকী, নৃত্য নির্মিতী জয়দীপ পালিত, সহযোগী নৃত্য পরিচালনায় ছিলেন এস কে জাহিদ। সমবেত নৃত্য পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশুনৃত্য দল। সবশেষে সমবেত সংগীত পরিবেশন করে ‘উই আর দ্য ওর্য়াল্ড’ বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু-কিশোর সংগীত দল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তাহফীম যুনাইরাহ্ আনশী ও মাহদিয়া রহমান মারিশা।

এমটি

Facebook
Twitter
LinkedIn
Email