স্টাফ রিপোর্টার: বিশিষ্ট রাজনীতিক, সমাজসেবক ও শরীয়তপুরের কৃতি সন্তান আলহাজ্ব আজিজুল হক মল্লিক (আজিজ মল্লিক) মঙ্গলবার আনুমানিক বেলা ১:৩০ টার দিকে ঢাকায় রাজধানী আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
এর আগে, তিনি বার্ধক্যজনিত অসুস্থ্যতা নিয়ে ৫-৬ দিন আগে হাসপাতালে ভর্তি হন। তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি স্ত্রী, চার পুত্র, এক মেয়ে ও অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মী ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মেজো ছেলে ময়নুল হক মনজু ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার। অন্য সন্তানগন যুক্তরাষ্টে বসবাস করেন। বোন হোসনে আরা বেগম মোহাম্মদপুর সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহচর্যে ঢাকার গোলাপবাগে তার রাজনৈতিক জীবন শুরু হয়। তিনি জাতীয় নেতা মরহুম আবদুর রাজ্জাকের একজন ঘনিষ্ট সহচর ছিলেন। তিনি জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ছিলেন। শরীয়তপুরকে মহকুমা থেকে জেলায় উন্নীত করার ক্ষেত্রে তার বিরাট ভূমিকা ছিল। ঢাকাস্থ শরীয়তপুর জেলা উন্নয়ন সমিতির সাধারন সম্পাদক থাকাকালে জেলার উন্নয়নে তার অনেক অবদান ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শরীয়তপুরের এই কৃতি সন্তানকে জেলার শ্রেষ্ট সন্তান হিসেবে পদক প্রদান করেন।
আজিজ মল্লিকের প্রথম নামাজে জানাজা ঢাকায় টিকাটুলি জামে মসজিদে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। পরে শরীয়তপুরের বুড়িরহাট জামে মসজিদে বাদ যোহর তার দিত্বীয় জানাজা এবং গ্রামের বাড়ি মনুয়া ঈদগাহ ময়দানে বাদ আসর তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।
তার মৃত্যুতে সাবেক পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, এমপি, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি বেনজির আহমেদ ও সাধারন সম্পাদক আসাদুজ্জামান আযম গভীর শোক প্রকাশ করেছেন।
এমটি/ এএটি