স্টাফ রিপোর্টার: বিআরটিএ, মেহেরপুরের কর্মকর্তাদের বিরুদ্ধে ড্রাইভিং কম্পিটেন্সি পরীক্ষা গ্রহণে অনিয়ম এবং ড্রাইভিং লাইসেন্স প্রদানে ঘুষ দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিমের সদস্যগণ প্রথমে ছদ্মবেশে বিভিন্ন সেবাগ্রহিতাদের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করে। টিম বিআরটিএ অফিস প্রাঙ্গণ হতে ২ জন দালালকে হাতেনাতে আটক করলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত দ্বারা তাদেরকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। বিআরটিএ’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তার অফিসকে দালালমুক্ত করার এবং সিটিজেন চার্টার মেনে যথাযথ নাগরিক সেবা নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
দ্বিতীয় অভিযানে কুড়িগ্রাম উলিপুরের কদমতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রাম হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। টিম অভিযুক্ত প্রধান শিক্ষক ও নিয়োগপ্রত্যাশী কয়েকজন প্রার্থীদের সাথে অভিযোগের ব্যাপারে কথা বলে। অভিযানকালে নিয়োগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। গৃহীত বক্তব্য এবং সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
এমটি/ এএটি