স্টাফ রিপোর্টার: রমজানে বাজারে শৃংখলা রাখতে কাজ করছে সরকার। ভোক্তা অধিদপ্তর বিশেষ অভিযান বাড়িয়েছে। পণ্যের দাম বেশি নিয়ে ভোক্তা অধিকারে (১৬১২১) ফোন দিয়ে অভিযোগ করতে পারে। পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের লাইসেন্সের আওতায় আনার বিষয়টি প্রক্রিয়ায় রয়েছে। অনেকের লাইসেন্স নাই, লাইসেন্স ছাড়া পাইকারি ব্যবসা করা যাবে না। উৎপাদক, আমদানিকারক থেকে ভোক্তা পর্যন্ত সরবরাহ ব্যবস্থা ‘সাপ্লাই চেইন’কে শৃংখল করতে স্মার্ট বাজার ব্যবস্থাপনায় কাজ করছে সরকার।

সোমবার (১১মার্চ) রাজধানীর শান্তিনগর বাজার পরিদর্শনশেষে আমিনবাজার কো-অপারেটিভ মার্কেট সোসাইটি লিঃ এর সভাকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, এমপি এসব কথা বলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান তার সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিটি বাজার কমিটিকে বাজার পর্যবেক্ষণের তাগিদ দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কমিটির সমর্থন প্রয়োজন বলে জানান।

অন্যদিকে, গতরাতে কারওয়ান বাজারে অভিযানের অভিজ্ঞতায় ভোক্তা অধিকার অধিদপ্তরের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস জানান পণ্যের হাতবদলে কাছাকাছি দূরত্বেও দাম বাড়ানো হচ্ছে।

এর আগে, শান্তিনগর বাজার পরিস্থিতি পরিদর্শন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এসময় কাউন্সিলর এনামুল হক আবুল, আমিনবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো: মজিবুল হক, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও আবু সিদ্দিকসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমটি/ এআর

Facebook
Twitter
LinkedIn
Email