ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থী বহনের ভাড়ায় চালিত বাস ‘নিউ এসবি সুপার ডিলাক্স’ এর ড্রাইভার ও হেলপার কর্তৃক এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সানি আহমেদ মিথুন বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এ ঘটনায় রবিবার (৩ মার্চ) অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, পরিবহন প্রশাসক ও ছাত্র উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ২ মার্চ (শনিবার) আমি (ভুক্তভোগী) বিকাল ৩ টার দিকে কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে আসার উদ্দেশ্যে মজমপুর থেকে ‘নিউ এসবি সুপার ডিলাক্স’ যার নাম্বার প্লেট (ঢাকা মেট্রো-ব ১৪৭৪৯৫) বাসে উঠি। এসময় দেখতে পাই তারা বহিরাগত যাত্রীদের বাসে তুলছে, পরে আমি বহিরাগতদের তুলতে নিষেধ করি এবং দ্রুত গাড়ি ছেড়ে যাওয়ার কথা বললে বাসের হেলপার আমাকে খুব অশ্লীল ভাষায় আমার বাবা-মা তুলে গালাগালি শুরু করেন। এবং এক পর্যায়ে আমাকে জোর করে বাস থেকে নামিয়ে দেন।
অভিযোগে আরও বলা হয়, বাস হেল্পার ও ড্রাইভারদের ওই কর্মকাণ্ডের প্রমাণ রাখার স্বার্থে আমি ভিডিও করতে গেলে বাসের ড্রাইভার এবং হেল্পার মিলে ক্যাম্পাসে আসলে আমাকে দেখে নিবে এবং কুষ্টিয়া থেকে তুলে নিয়ে যাবে বলে প্রাণনাশের হুমকি দেয় এবং তারা এক পর্যায়ে আমার ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করার জন্য আমার সাথে জড়াজড়ি করতে থাকেন। আমি ফোন দিতে রাজি না হলে, তারা দুজন ড্রাইভার ও হেল্পার আমাকে আবারও অশ্লীল ভাষায় গালাগালি ও এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। পরে আশপাশ থেকে স্থানীয় লোকজন ছুটে এলে তারা আমাকে ছেড়ে দিয়ে গাড়ি নিয়ে উক্ত স্থান ত্যাগ করেন।
পরিবহন প্রশাসক অধ্যাপক ড আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় অভিযুক্ত ও ভুক্তভোগীকে ডাকা হয়েছে। আমরা সকলে মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। ঐ চালককে ভার্সিটিতে নিষিদ্ধ করা হয়েছে। ও আর ক্যাম্পাসে আসবে না। পরবর্তীতে অন্য চালকরাও যেন এমন কোনো কিছু করার সাহস না পায় সেই ব্যবস্থা নিবো।
জানা যায়, এর আগেও বিশ্ববিদ্যালয়ের ভাড়ায় চালিত বাসের বিরুদ্ধে বহিরাগত যাত্রী পরিবহন, ভাড়া উত্তোলন, সময়মতো গাড়ী না চালানো, শিক্ষার্থীদের গাড়ীতে না উঠানো ও শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণসহ নানা অভিযোগ উঠেছে।
এমটি/ এআর