ইবি প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছে রোটার‍্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটি। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় শেখাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

এসময় শেখাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষার্থীদেরকে স্কুল ব্যাগের পাশাপাশি শিক্ষাসামগ্রী ও চকোলেট প্রদান করা হয়। এর আগে সংগঠনটির সদস্যরা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে শিক্ষা ও জ্ঞানার্জনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

সংগঠনটির সভাপতি রোটা. মুনজুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আসাদুজ্জামান, কাম ফর রোড চাইল্ড (সি আর সি) এর বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি শহীদ কাওসার, ক্লাবের সার্জেন্ট অ্যাট আর্মস রোটা. মোস্তাফিজুর রহমান, এসিস্ট্যান্ট সার্জেন্ট অ্যাট আর্মস রোটা. আসহিফুর রহমান ও আইসিটি সেক্রেটারি রোটা. জনি সরকার রিয়াজসহ অন্যান্য সদস্যরা।

সাধারণ সম্পাদক রোটা. দিদারুল ইসলাম রাসেলের সঞ্চালনায় সভাপতি রোটা. মুনজুরুল ইসলাম নাহিদ বলেন, শিশুদেরকে শিক্ষার্জনে আগ্রহী করতে ও নিয়মিত স্কুলে আসতে উদ্বুদ্ধ করতেই আমাদের এই আয়োজন। ব্যাগ পেয়ে শিক্ষার্থীদের মাঝে যে উচ্ছ্বাস দেখেছি এটি অমূল্য। ক্লাবের সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টা ও স্কুল কর্তৃপক্ষের আন্তরিকতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এমটি/ এএটি

Facebook
Twitter
LinkedIn
Email