ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন কীর্তিনাশার নতুন কমিটির নেতৃত্বে এসেছেন সাব্বির হোসাইন (খোকা) ও মো. তানভীর আহম্মেদ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে সাব্বির হোসাইন (খোকা) ও সাধারণ সম্পাদক হিসেবে মো. তানভীর আহম্মেদ মনোনীত হয়েছেন।

আগামী এক বছর তারা এই পদে দায়িত্ব পালন করবেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একজন প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুজনকেই নির্বাচিত করা হয়েছে।

সবাইকে ধন্যবাদ জানিয়ে নব নির্বাচিত সভাপতি সাব্বির হোসাইন (খোকা) বলেন, কীর্তিনাশাকে একটি একটি সংগঠন তৈরি করতে চাই।

নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তানভীর আহম্মেদ বলেন, সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি আনন্দিত। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, নির্বাচিত সভাপতি ও অন্যদেরকে সঙ্গে নিয়ে সবকিছু সমন্বয় করে মেধা ও কর্মশক্তি দিয়ে কাজ করবো।

এমটি/এএটি

Facebook
Twitter
LinkedIn
Email