ইবি প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘সংবর্ত-৩৬’ নামে পরিচিত ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ১ম বর্ষপূর্তি। কেক কাটা, ৱ্যালি, ফ্লাশমব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১০ টায় সংবর্ত-৩৬ এর শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দ ৱ্যালি বের করা হয়। ৱ্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষার্থীদের অংশগ্রহণে ফ্লাশমব করা হয়। পরে আবীর মাখানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্বের শেষ হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে শিক্ষার্থীদের পাশাপাশি গান পরিবেশ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড দল ‘ওয়েব দ্যা ব্যান্ড’।
আয়োজন সম্পর্কে সংবর্ত-৩৬ এর শিক্ষার্থী তানজিম হাসান বলেন, আমাদের ব্যাচের সবচেয়ে বড়ো আয়োজন এটি। এর মাধ্যমে বিভিন্ন বিভাগের বন্ধুদের সাথে পরিচয়-কথাবার্তা হয়েছে। আজকের দিনটি অনেক আনন্দ ও উদ্দীপনায় কেটেছে। সবমিলিয়ে আনন্দঘন একটি আয়োজন ছিলো।
আরেক শিক্ষার্থী অর্পিতা গোস্বামী প্রমা বলেন, বিপুল উৎসাহের সাথে আজকের ব্যাচ ডে’র জন্য রেজিষ্ট্রেশন করেছি। অনুষ্ঠানে এসে ভালোই লাগছে। সকলের সাথে আনন্দ উদযাপন করে একঘেয়েমি কেটে গেছে।
প্রসঙ্গত, গতবছর ২০২৩ সালের ০৮ ফেব্রুয়ারী ওরিয়েন্টেশনের মাধ্যমে ২০২১-২২ শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম শুরু হয়। পরে সকল বিভাগের শিক্ষার্থীদের আলোচনার মাধ্যমে ব্যাচের নাম ‘সংবর্ত-৩৬’ নামে নামকরণ করা হয়েছে। দিন-পঞ্জিকা অনুযায়ী ০৮ ফেব্রুয়ারী ব্যাচের বর্ষপূর্তি।
এমটি/ এএটি