আরিফ বিল্লাহ-ইবি: সুবিধাবঞ্চিত শিশুদের সাথে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও চড়ুইভাতি আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি)।

বুধবার (৭ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের লেকে এ অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি। এসময় প্রায় অর্ধশত সুবিধাবঞ্চিত শিশু ও সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় সংগঠনটির সভাপতি শাহীদ কাওসারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রনি শাহা, ইবি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মুনজুরুল ইসলাম নাহিদ, তারণ্যের সভাপতি মারুফ হাসান, সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয়, সি ওয়াইবির সভাপতি গোলাম রব্বানি, সাধারণ সম্পাদক রাকিব মিয়া রিফাত ও গ্রীন ভয়েসের সভাপতি মাজেদুল ইসলাম উজ্জ্বল।

জানা যায়, অনুষ্ঠানের প্রথম পর্বে শিশুদের নিয়ে অংক দৌড়, বল নিক্ষেপ সহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করে সংগঠনটি। পরে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এসময় সভাপতি শাহীদ কাওসার বলেন, সি আর সি সবসময় অসহায়, সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করে থাকে। এর আগেও আমরা বিভিন্ন সময়ে স্বেচ্ছাসেবামূলক কাজ করেছি। বিশেষ করে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষামূলক কাজে আমরা সহযোগিতা করে থাকি। সেই হিসেবে আজ শিশুদের নিয়ে এই আয়োজন। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কাম ফর রোড চাইল্ড (সি আর সি) একটি সামাজিক, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন। এটি ২০১৬ সাল থেকে ইবিতে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে কার্যক্রম শুরু করে। এর আগেও সংগঠনটি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানা কর্মসূচি পালন করেছে। এছাড়াও পথশিশুদের নিয়ে সি আর সি পরিচালিত স্কুল রয়েছে।

এমটি/ এএটি

Facebook
Twitter
LinkedIn
Email