litonগত ১৬ নভেম্বর প্রথমবারের মতো বাবা হয়েছেন লিটন। এদিকে ২৮ নভেম্বর থেকে সিলেটে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। ডিসেম্বরের প্রথম সপ্তাহে সিরিজের দ্বিতীয় টেস্ট হবে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। স্ত্রী ও অনাগত সন্তানের পাশে থাকতে বিসিবির কাছে ছুটি চেয়েছিলেন লিটন। বিশ্বকাপ চলাকালীন ছুটি চেয়ে রেখেছিলেন ডানহাতি এই ওপেনার। এমনকি বিশ্বকাপের সময় সন্তানসম্ভাবা স্ত্রীকে দেখতে দুবার দেশেও এসেছিলেন তিনি।

ফলে লিটনকে এক মাসের ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘সে (লিটন দাস) এক মাসের ছুটি চেয়েছে। দুইটা টেস্ট আছে ওই দুইটা টেস্ট খেলবে না। সে চাচ্ছে তার পরিবারকে সময় দিতে। সে চায় এই একটা মাস পুরোপুরি তার পরিবারকে সময় দিতে। আমরা বলেছি ঠিক আছে।’

ছুটি দিলেও দ্বিতীয় টেস্টের জন্য লিটনকে চেয়েছিল বিসিবি। যদিও তাতে রাজী হননি লিটন। বাংলাদেশের টেস্ট দলের সহ-অধিনায়ক জানান, তিনি এই এক মাস সদ্যজাত সন্তান এবং স্ত্রীকে সময় দিতে চান। বারবার করে বলায় তাকে ছুটি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

জালাল ইউনুস বলেন, ‘এখন যদি বলি তোমাকে খেলতে হবে… কোনো খেলোয়াড়কে তো জোর করে খেলানো যাবে না। আমরা বলেছিলাম তুমি প্রথম টেস্ট না খেললেও দ্বিতীয় টেস্টটা খেলো। বলেছে এক মাস সে সদ্য জন্ম নেয়া সন্তান এবং তার স্ত্রীকে সময় দিতে চায়। বারবার যখন বলছিল তখন আমরা বলেছি ঠিক আছে। আজকেই সিদ্ধান্ত হয়েছে, ওকে আমরা অনুমতি দিয়ে দেব।’

ঘরের মাঠে দুই টেস্ট খেললে ডিসেম্বরের মাঝামাঝিতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। যেখানে কিউইদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। সেই সিরিজে লিটনকে পাওয়া যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে জালাল ইউনুস জানিয়েছেন, সেটা আলাপ করিনি, জানতে হবে তার কাছ থেকে। এখন কথা হচ্ছে যে কোনো খেলোয়াড় যদি নিজে থেকে বলে আমি খেলবো না, খেলতে চাই না তাকে আপনি জোর করে জাতীয় দলে খেলাতে পারবেন না। জাতীয় দলে খেলতে হলে পেশাদারিত্বটা হৃদয় থেকে আসতে হবে যে আমি দেশের জন্য খেলব, দলের জন্য খেলব। আপনি কাউকে জোর করে খেলাতে পারবেন না। আমাদের জন্য হবে তাকে পাওয়া যাবে কিনা।

Facebook
Twitter
LinkedIn
Email