মো: মিজানুর রহমান, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’ গৌরবময় অগ্রযাত্রার এক যুগ পূর্ণ করেছে।২০১২ সালে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে প্রতিষ্ঠিত হয় সাংবাদিকদের সংগঠন “ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ”। সংগঠনের দীর্ঘ পথচলার এই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করতে কেক কাটা, আনন্দ র্যালী এবং আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে ‘যুগপূর্তি’ উদযাপন করেছে জাবি প্রেসক্লাব।
রোববার (২১ জানুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম। তিনি বলেন, “সাংবাদিকতা যেন গঠনমূলক হয়। সত্য প্রকাশের স্বার্থে যেকোন প্রয়োজনে আমাদের কাছে তথ্য জানতে চাইবেন। কারও জন্য মানহানিকর হয় এমন কিছু প্রকাশ করবেন না। বিশ্ববিদ্যালয় যাতে শিক্ষা গবেষণায় আরও এগিয়ে যায় সেজন্য সাফল্যগুলো আপনারা পত্রিকায় তুলে ধরবেন। আমি প্রেসক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করছি।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ” আমরা সাংবাদিকতা কেন করব এটি জানা জরুরি।যারা সাংবাদিক পেশায় আসতে চান তাদেরকে প্রচুর পড়তে হবে, জানতে হবে। ক্লাসিক সাহিত্য যেমন রবীন্দ্রনাথ, তারাশঙ্কর, জীবনানন্দকে নিজের মধ্যে ধারণ করতে হবে। ভালো মুভি দেখতে হবে। গান শুনতে হবে। সাংবাদিক হই না হই, নিজেকে একজন সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।”
জাবি প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক শফি মুহাম্মদ তারেক বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এক যুগ পার করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে জাবি প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একজন সংবাদ কর্মী অনেক তথ্য-উপাত্ত যাচাই বাছাই করে গবেষণার মাধ্যমে সংবাদ প্রকাশ করে। প্রেসক্লাবের সকল কর্মীকে হলুদ সাংবাদিকতা থেকে দূরে থাকতে হবে, ভুল তথ্য যেন ছড়িয়ে না পরে সেদিকে খেয়াল রাখতে হবে। এই যাত্রা অব্যাহত থাকলে একদিন জাবি প্রেসক্লাব দেশ থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত পৌঁছে যাবে।”
আরও বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ, প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। এছাড়াও প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবি প্রেসক্লাবের সভাপতি শিহাব উদ্দীন, সঞ্চালনা করেন জাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসিব সোহেল।
এমটি/ এএটি