স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের উৎসাহিত করেছে আমার দল আওয়ামী লীগ। জনপ্রিয়তা থাকলে ভয় নেই, ভোটাররাই তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলীয় প্রতীকের প্রার্থীর পাশাপাশি দলের যে কোনো নেতা বা ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন। কারণ নির্বাচনকে প্রতিযোগিতামূলক করতে হবে। আমি শেখ হাসিনার প্রার্থী। আপনারা যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন। আমরা কোন সংঘাত চাই না। যিনি যোগ্য জনগন তাকেই বিজয়ী করবে।

বুধবার ( ১৩ ডিসেম্বর) বিকালে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামর রুমে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী ঢাকাস্থ নড়িয়া-সখিপুরের বীর মুক্তিযোদ্ধা এবং সুধিবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন মানুষের সেবায় কাজ করে গেছেন। আমি জাতির আর্দশকে লালন ও পালন করি। জাতির পিতার মতো মানুষের সেবক হিসেবে কাজ করতে সুযোগ চাই। আমি মানুষের সেবক হিসেবে কাজ করে যেতে চাই। আমি যতদিন বেঁচে আছি আপনার সেবার নিজের জীবন বিলিয়ে দিতে চাই৷ দ্বাদশ সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে আমাকে বিজয়ী করতে হবে৷

খালেদ শওকত আলী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় জনগণ শান্তিতে রয়েছে। প্রধানমন্ত্রী ও জাতির পিতার মেয়ে হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করে যাচ্ছেন।

মো: ইউসুফ হোসাইন ও মাইনদ্দিন আহমেদ লস্করের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মিজ মাজেদা শওকত আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ড. জহিরুল ইসলাম সাবেক যুগ্ম- সচিব, আলী আজগর চুন্নু সদস্য শরীয়তপুর জেলা পরিষদ, কামরুল ইসলাম তোতা রাড়ী, আলতাফ হোসেন ছৈয়াল, মাস্টার মতিউর রহমান, ফুয়াদ আহমেদ বালা, মো: ইসমাইল চৌকিদার, হেলাল সরদার, মেরিনা শওকত আলী, সাবেক ছাত্রনেতা জুয়েল আহমেদ (জুলেট) প্রমূখ। এছাড়া মুক্তিযোদ্ধা, সুধিবৃন্দসহ নড়িয়া ও সখিপুরের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, যেহেতু আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা দ্বাদশ জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও সফল করার লক্ষে যোগ্য নেতাদের স্বতন্ত্র প্রার্থী হতে বলেছেন, সেক্ষেত্রে তিনি স্বতন্ত্র হলেও আওয়ামীলীগেরই প্রার্থী।শেখ হাসিনার প্রার্থী। ডা: খালেদ শওকত আলী একজন পরিচ্ছন্ন মানবিক নেতা। আমরা আশা করি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন। আমরা তার পাশে আছি।

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ভোটার তালিকায় ছয়জন ভোটারের তথ্য গড়মিল থাকায় তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ। আপিল শুনানিতে সেই ছয়জন ভোটার উপস্থিত ছিলেন। আপিল শুনানিতে ভোটারের তথ্য সঠিক এবং বৈধ বলে ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার। মনোনয়নপত্র বৈধ হওয়ায় এখন তার নির্বাচনে অংশগ্রহণে আর কোনো বাঁধা থাকবে না।

টিআর

Facebook
Twitter
LinkedIn
Email