হামাসের বিরুদ্ধে প্রতিশোধমূলক আক্রমণে ইসরায়েলের হামলায় অবরুদ্ধ গাজা স্ট্রিপে এখন পর্যন্ত ৪ হাজার ৩৮৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ১৭৫৬ শিশু এবং ৯৬৭ জন নারী রয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৩ হাজার ৫৬১ জন বেসামরিক ফিলিস্তিনি নাগরিক।

অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, হামাসের হামলা ও তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তাদের দেশে নিহত মানুষের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে, আহত হয়েছেন ৪ হাজার ৬২৯ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ৩৬৩ সেনা ও পুলিশ সদস্য।

gaza
দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে ইসরায়েলি হামলায় নিহত সোলায়মান আবু আনজারের বোন দাফনের সময় কোরআনের একটি অনুলিপি মৃতদেহের ওপর রেখে শোক প্রকাশ করছেন। ছবি: রয়টার্স
Facebook
Twitter
LinkedIn
Email