ইবি প্রতিনিধি: বিভিন্ন সমাজসেবা ও সচেতনতামূলক কাজের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব স্কাউট দিবস পালিত হয়েছে। দিবসকে কেন্দ্র করে শিক্ষা উপকরণ বিতরণ, ট্রাফিক আইন সচেতনতা ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিন উপলক্ষে বিশ্ব স্কাউট দিবসে কুষ্টিয়া ও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।

এসময় ইউনিট কাউন্সিলের সভাপতি মুসা হাশেমীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের স্কাউট লিডার অধ্যাপক ড. কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ দিদারুল ইসলাম রাসেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক কুলসুম আক্তার ও ছাত্রী বিষয়ক সম্পাদক রত্না রাণী কুণ্ডুসহ অন্যান্য রোভার ও গার্ল ইন রোভারবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, দিবসটি উপলক্ষে সংগঠনটি কুষ্টিয়া শহরের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ এবং সড়কের যানবাহনগুলোতে নিরাপদ সড়কের লিফলেট বিতরণ করেন। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

বিশ্ববিদ্যালয় ইউনিট কাউন্সিলের সভাপতি মুসা হাশেমী বলেন, আমাদের বিপি দিবস ও বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। যা আমাদের আয়োজনে ভিন্নমাত্রা যোগ করেছে।

উল্লেখ্য, স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার হাত ধরে ১৯০৭ খ্রিস্টাব্দে স্কাউটিং আন্দোলনের সূত্রপাত ঘটে। তাই তাঁর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর এই দিনটি বিশ্ব স্কাউট দিবস তথা বিপি দিবস হিসেবে পালন করা হয়।

এমটি/ এএটি

Facebook
Twitter
LinkedIn
Email