ইবি প্রতিনিধি : “সুন্দরবন থাকবে যতদিন, মোরা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবো ততদিন” স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সুন্দরবন দিবস পালন করা হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারী) বেলা সাড়ে দশটায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য ৱ্যালী ও আলোচনা সভার আয়োজন করে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি।
ৱ্যালীটি বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুজিব ম্যুরালে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সংগঠনটির সভাপতি আবু সোহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ক্রীড়া-সম্পাদক মাসুদ হোসেন, তরুণ কলাম লেখক ফোরামের সাধারণ সম্পাদক এস.এ.এইচ ওয়ালিউল্লাহ, ইবি শাখা সভাপতি আবু তালহা আকাশ, ঐক্যমঞ্চের আহ্বায়ক রাবেয়া খাতুন, রক্তিমার সভাপতি সাইফুল ইসলাম ও তারুণ্যের সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয়সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
আলোচনাসভায় এস. এ.এইচ ওয়ালীউল্লাহ বলেন, দুর্যোগ পরিস্থিতিসহ নানা সময়ে সুন্দরবনের অপরিহার্যতা দক্ষিণবঙ্গের মানুষ উপলব্ধি করতে পারেন। সরকারে উচিত সুন্দরবন ও এর জীববৈচিত্র্য সংরক্ষণে যথাযথ ভূমিকা রাখা। এছাড়াও আমাদের সকলের দায়িত্ব সুন্দরবন ও এর জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসা। দিবসকে নিয়ে আজকের এই আয়োজন মানুষের মাঝে সুন্দরবনের প্রতি সচেতনতা তৈরি করবে।
এমটি/ এআর