স্টাফ রিপোর্টার: তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র প্রেস, পাবলিকেশন্স ও প্রচার বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন মোটেক্স ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ কবির। সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়। এর আগে তিনি সংগঠনটির সোয়েটার ইউপি কমিটির মেম্বার ছিলেন।

মাসুদ কবির বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ করে সংগঠনটির সভাপতি ও পরিচালনা বোর্ডের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ব্যবসার পাশাপাশি এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন অবশ্যই চ্যালেঞ্জের। অর্পিত দায়িত্ব পালনে আমার স্বল্প অভিজ্ঞতায় সততা ও নিষ্ঠার সঙ্গে সর্বোচ্চ প্রচেষ্টাথাকবে, ইনশাআল্লাহ।

দেশের সর্ববৃহৎ খাত পোশাক শিল্পের সাফল্য, সংকট ও উজ্জ্বল ভাবমূর্তি দেশ ও বিশ্ব দরবারে মর্যাদার আসনে পৌঁছে দেয়ার আশাবাদও ব্যক্ত করেন। এজন্য সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের পরামর্শ ও সহযোগিতা চান তিনি।

মাসুদ কবির ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য।মাসিক বাণিজ্য ম্যাগাজিন ঢাকা বিজনেস এর প্রকাশক ও সম্পাদক। তিনি শরীয়তপুর জেলার সখিপুর থানার চরভাগা হাওলাদার পরিবারের কৃতি সন্তান।

এমটি/ এএটি

Facebook
Twitter
LinkedIn
Email