মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নিউমার্কেট এলাকায় সরেজমিনে দেখা যায়, বৃষ্টিতে তলিয়ে গেছে সড়কের একাংশ। অনেকেই বাধ্য হয়ে হাঁটু পর্যন্ত কাপড় উঁচিয়ে রাস্তা পার হচ্ছেন। এছাড়া কেনাকাটা করতে আসা অনেকে ক্রেতাই বৃষ্টিতে ভিজেছেন। তারা ভেজা কাপড়েই বাকি কেনাকাটা সেরেছেন।