ইবি প্রতিনিধি:
‘স্মার্ট পরিসংখ্যান উন্নয়নের সোপান’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা বের করে পরিসংখ্যান বিভাগ।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, বিভাগের সভাপতি ড. মাহবুবুর রহমান, ড. কামাল উদ্দিন ও ড. সাজ্জাদ হোসেনসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ জুন মন্ত্রিপরিষদের বৈঠকে প্রতিবছর ২৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে পরিসংখ্যান দিবস পালনের সিদ্ধান্ত নেয় সরকার। এরপর থেকে প্রতিবছর ২৭ ফেব্রুয়ারি জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়।
এমটি/ এআর