স্টাফ রিপোর্টার: শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার কানেশ্বর এস.সি. এডওয়ার্ড ইনস্টিটিউশনের ম্যানেজিং (এডহক) কমিটির সভাপতি হয়েছেন সহিদুল ইসলাম। যোগ্য প্রার্থী হওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা তাঁকে আগামী ছয় মাসের জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি (এডহক) সভাপতি পদে নির্বাচিত করেন।
ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, শিক্ষক প্রতিনিধি আব্দুর রহমান, অভিভাবক প্রতিনিধি ইব্রাহীম এবং বিদ্যালয়ে প্রধান শিক্ষক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানা যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পদে সহিদুল ইসলামের মত যোগ্য ব্যক্তিকে নির্বাচিত হওয়ায় অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ আনন্দিত।
ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়ে সহিদুল ইসলাম বলেন, কানেশ্বর এস.সি. এডওয়ার্ড ইনস্টিটিউশনটি উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সহিদুল ইসলাম কানেশ্বর এস.সি. এডওয়ার্ড ইনস্টিটিউশন থেকে এসএসসি পাশ করেন। ১৯৯১ সালে পূর্ব মাদারীপুর কলেজ থেকে এইচএসসি। পরে একই কলেজ থেকে ব্যাচেলর অব কমার্স (বি.কম.) পাশ করেন। ঢাকা কলেজ থেকে মাস্টার্স অব কমার্স (এম.কম.) শেষ করেন। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তিনি মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)।
পেশাগত অভিজ্ঞতা: ব্যবস্থাপনা পরিচালক ও (সিইও) সোগো লাইফস্টাইল, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং ডিবিসি নিউজ, ঢাকা বাংলা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন লিমিটেড, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মাছরাঙ্গা টেলিভিশন, ডেপুটি জেনারেল ম্যানেজার ও মার্কেটিং ইনচার্জ
সময় টেলিভিশন, ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং চ্যানেল ওয়ান এন্টারটেইনমেন্ট (চ্যানেল ওয়ান), ডেপুটি ম্যানেজার, মার্কেটিং একুশে টেলিভিশন, সহকারী ব্যবস্থাপক, সেলস অ্যান্ড মার্কেটিং সিএসবি নিউজ।
এছাড়া শহিদুল ইসলাম দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠান ও বিজ্ঞাপন সংস্থায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য চ্যানেল ওয়ান টেলিভিশন ও অন্যান্য এজেন্সি।
সামাজিক কার্যক্রম: প্রতিবছর অসচ্ছল ও দরিদ্র মানুষের কল্যাণে দান ও অনুদান প্রদান করেন।নিয়মিতভাবে যাকাত আদায়ের মাধ্যমে দরিদ্র ও অভাবী মানুষদের সহায়তা করে থাকেন।
এমটি/ এএটি