ইবি প্রতিনিধি: নান্দনিক ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোকপ্রশাসন বিভাগের প্রথম পুনর্মিলনী। অনুষ্ঠানে ১৯৯০-৯১ শিক্ষাবর্ষ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শনিবার (১০ ফেব্রুয়ারী) অনুষ্ঠান উপলক্ষে সকাল ১০ টায় আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে। শোভাযাত্রাটি মীর মোশাররফ হোসেন ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন ও আমন্ত্রিত অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। বিভাগের ঐতিহ্য ও সাফল্য সম্পর্কে ডকুমেন্টারি প্রদর্শিত হয় এবং বিভাগের প্রায়ত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে আলোচনা সভা শেষে সকলে মধ্যাহ্নভোজে মিলিত হয়।

পুনর্মিলনী কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসিমা বানু, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার আলী হাসান, ধর্মতত্ত্ব অনুষদের ডীন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান আশ্রাফি, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও কর্মকর্তারা।

উক্ত বিভাগের শিক্ষার্থী আশেক এ খোদা ও শাম্মি আক্তার অন্তরার সঞ্চালনায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আজকে বিশ্ববিদ্যালয়ের এ জমকালো আয়োজন দেখে একটা নতুন অনুভূতি কাজ করছে। পুরাতন, নতুন সবাই একসাথে আনন্দ-উৎসবে মেতে উঠেছে। বিভাহের এই অ্যালামনাই এসোসিয়েশনের গঠনের উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই। এর মাধ্যমে তারা বিভাগে অবদান রাখবে। অ্যালামনাইরা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় পতাকা বিশ্বের দরবারে তুলে ধরবে। এ আয়োজন নতুন পুরাতনদের মাঝে সম্প্রীতি ও মেলবন্ধন তৈরি করবে। সবার মাঝে হৃদ্যতা, ভালোবাসা, আরো গভীর হবে।

পুনর্মিলনীর আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, যারা এই অনুষ্ঠানকে সফল করতে শ্রম ও অর্থ দিয়ে সহায়তা করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। এই বিভাগের শিক্ষার্থীরা দেশ গঠনে ভূমিকা রাখছে। এই অনুষ্ঠানের মাধ্যমে সামগ্রিক চিন্তাকে সমৃদ্ধ করতে নতুন পুরাতনের মেলবন্ধনে পারস্পরিক সম্পর্ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’ এবং ‘ব্যান্ড লালন’।

এর আগে বৃহস্পতিবার রাতে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যা ও পিঠা উৎসব আয়োজন করা হয়। এতে স্টলে স্টলে বাহারি রকমের পিঠাপুলি স্থান পায়। এসময় মীর মোশাররফ হোসেন ভবন সহ বিভিন্ন রাস্তা আলোকসজ্জায় সজ্জিত করা হয়।

এমটি/এএটি

Facebook
Twitter
LinkedIn
Email